খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ আওলাদ হোসেন (৩৮) নামে ভারত ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সকাল ৮টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক আওলাদ হোসেন কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর BK 0922199।
ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহজনক মনে হয়। পরে তারা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারাধন আটকের আওলাদ হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই মুদ্রার আনুমানিক মূল্য ২৭ লাখ ৭ হাজার ৫শ টাকা।
খবর২৪ঘণ্টা.কম/রখ