নাটোর প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবিতে নাটোরের ৮ টি পৌরসভায় কর্ম বিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে সকাল ৯ টায় নাটোর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী নিজ নিজ দপ্তরে তালা লাগিয়ে সকল নাগরিক সেবা বন্ধ করে দেয়। পরে আন্দোলনকারীরা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে।
এসময় বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুলফিকুল হায়দার বাবু ও নাটোর ইউনিটের সভাপতি প্রভাত কুমার চন্দসহ অন্যান্যরা। কর্ম বিরতির ফলে দুভোর্গ পোহাতে হয় নাগরিকদের।
খবর২৪ঘণ্টা, জেএন