নিজস্ব প্রতিবেদক :
বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে লাঠি মিছিল করেছে রাজশাহী পাটকল শ্রমিকরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি মিছিল করে। এ সময় তারা পাটকলের উর্দ্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকের মধ্যে বকেয়া বেতন পরিশোষ করা না হলে মঙ্গলবার
থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের আল্টিমেটামও দেয় শ্রমিকরা। আধা ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাট কল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, গত জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে তারা রোববার থেকে আন্দোলন শুরু করে।
খবর ২৪ ঘণ্টা/আর