খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় নংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
সিইসির ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। অন্যান্য টেলিভিশন ও রেডিওকে সেখান থেকে ফিড নিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।