খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বৃদ্ধাশ্রমে থাকা অসুস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার তিনি রাজধানীর কল্যাণপুরে পথ শিশু ও অসহায় বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে যান এবং সেখানে থাকা বৃদ্ধাদের খোঁজ খবর নেন। অসুস্থ বৃদ্ধাদের সাথে বেশকিছুক্ষণ সময় পার করার পর অনেকেই মুশফিকের সাথে ফ্রেমে বন্দী হন।
এ সময় বৃদ্ধাদের ২০টি বেড এবং দুপুর-রাতের খাবারের ব্যবস্থা করেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
প্রসঙ্গত ইনজুরির কারণে আপাতত দলের বাইরে আছেন মুশফিক। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ