1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বুধবার থেকে স্মার্টকার্ড পাবে ২৭ জেলার নাগরিক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

বুধবার থেকে স্মার্টকার্ড পাবে ২৭ জেলার নাগরিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পরিবর্তে নাগরিকদের হাতে তুলে দেয়া হচ্ছে উন্নতমানের এনআইডি (স্মার্টকার্ড)। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে আরও ২৭ জেলার নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭টি জেলায় একযোগে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনাররা বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার ২৭টি জেলার যেসব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে- মানিকগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাঙ্গা, ভোলা সদর ও মৌলভীবাজার সদর।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুর হয়।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ১০ কোটি ৪০ লাখের মতো ভোটার রয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST