খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টিনসেল টাউনে প্রকাশ্যে এবং দিদি এবং ভাইয়ের দ্বন্দ্ব৷ তাও আবার খোদ কাপুর খানদানে৷ যা নিয়ে বি-টাউনে শুরু হল নয়া গসিপ৷ যদিও শুধু বিষয়টি এখানেই থেমে নেই, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই কান্ডটি৷
যদিও বিষয়টি ব্যক্তিগত কারনে নয়৷ আসলে অভিনেত্রী সোনম কাপুরের সিনেমা ‘বীরে দি ওয়েডিং’ মুক্তি পেতে চলেছে পয়লা জুন৷ অন্যদিকে আবার তাঁর ভাই অভিনেতা হর্ষবর্ধন কাপুরের দ্বিতীয় ছবি ‘ভাবেশ যোশী সুপারহিরো’ও মুক্তি পেতে চলেছে একই দিনে৷ যার জেরে বক্স অফিসে লাগতে পারে বড়সড় ক্ল্যাস৷ যদিও এতে ব্যক্তিগত সম্পর্কে একচুলও চিড় ধড়েনি৷ তবে প্রফেশ্যনালিসমের খাতিরে দুজন একে অপরকে একচুল জমিও ছাড়তে নারাজ৷
একটি সাক্ষাৎকারে হর্ষবর্ধন বলেছেন, “পরিকল্পিক ভাবেই আবেগশূণ্য ভাবে এই পদক্ষেপ নিতে হয়েছে৷ যদিও ২ মে সিনেমার ট্রেলার মুক্তির পর আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে এই তারিখটা ফাইনাল করি৷ কারণ আমরা চাইনি ২৫ মে ছবিটি মুক্তি পাক৷ কারণ ওই দিন জন আব্রাহামে অভিনীত ছবি পরমাণু মুক্তি পাচ্ছে৷ যদিও এখনও সিনেমাটি আইনি জটিলতায় আটকে আছে৷ অন্যদিকে আবার আইপিএল চলছে৷ সেটা শেষ হবে ২৭ তারিখ৷ ফলে সবকিছু ভেবেচিন্তেই এই দিনটি চুড়ান্ত করা হয়েছে৷”
খবর২৪ঘণ্টা.কম/জন