বিনোদন,ডেস্ক: বেশ কিছু দিন ধরেই খবর ভাসছিল বাতাসে। এবার সেই খবর মোটামুটি নিশ্চিত ভাবে জানা গেল। সলমন খানের বাড়িতে বিয়ের সানাই বাজল বলে।
তবে সল্লুভাই নন, বিয়ে করতে চলেছেন আর এক খান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাত পাকে বাঁধা পড়তে চলছেন সলমনের ভাই আরবাজ।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সামানের বছরের শুরুতেই আরবাজ খান বিয়ে করতে চলেছেন তার প্রেমিকা জর্জি অ্যান্ড্রিয়নিকে।
কিছু দিন আগেই বোন অর্পিতার বাড়িতে গণেশ পুজোয় আরবাজের সঙ্গে দেখা গিয়েছিল জর্জিকে। সঙ্গে ছিলেন জর্জির বাবা-মা’ও।
প্রসঙ্গত ২০১৭ সালে ১৯ বছরের বিবাহিত জীবন শেষ হয় আরবাজ ও মালাইকা অরোরার। তবে তাঁদের বন্ধুতা এখনও অটুট। আরবাজ-জর্জির বিবাহে মালাইকা তাই কোনও তৃতীয় ব্যক্তি নন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন