1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়ের মাঝে বেপথে দীপিকা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

বিয়ের মাঝে বেপথে দীপিকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বলিপাড়ার বাতাসে এখন একটাই খবর৷ খুব শীঘ্রই রাম-লীলার বিয়ে৷ সেসবের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত বর-কনে৷ দিন কতক আগে খবর এল, বিশেষ নক্সার গয়না বানাতে নায়িকা বেঙ্গালুরু ছুঁটে গিয়েছিলেন৷ স্যালনে সময় নিয়ে নিজের রূপচর্চাও করছেন৷ গুঞ্জন বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একদিন বসবে বিয়ে আসর। তাই বছর শেষে হাতে কোন কাজ রাখছেন অভিনেত্রী৷

তবে হঠাৎই শোনা যাচ্ছে, ওয়েডিং প্ল্যানিংয়ের ব্যস্ততার মধ্যেও বলি ডিভা মজেছেন অন্য কাজে৷ প্রফেশনাল কাজই অবশ্য৷ সূত্রের খবর নিজের প্রোডাকশন হাউজ বানাতে চলেছেন দীপিকা৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “নিজের প্রোডাকশন হাউজ বানাতে খুবই ইন্টারেস্টেড৷ আমি চাই ভিন্ন ধরণের কিছু ছবি প্রডিউস করতে৷ আমি প্রডিউসার হিসেবে থাকব কিনা এখনও সে বিষয় ঠিক ভাবিনি৷”

দীপিকার সমসাময়িক অভিনেত্রীরা ইতিমধ্যেই প্রোডাকশন হাউজের বিজনেস হাত পাকিয়ে ফেলেছেন৷ যেমন প্রিয়াঙ্কা চোপরার ‘পেবেল পার্পেল

পিরকচার্স’ বেশ কয়েকটি মারাঠি, পঞ্জাবী, ভোজপুরী ফিল্মে র প্রযোজনা করে ফেলেছে৷ অন্যদিকে রমরমিয়ে চলছে অনুষ্কা শর্মার ‘ক্লিন স্টেট ফিল্ম স’র ব্যবসা৷ নিজের তিনটি ছবি, ‘এনএইচটেন’, ‘ফিল্লৌরি’ এবং ‘পরী’ অনুষ্কার প্রোডাকশন হাউজের৷

দীপিকাও তাহলে সেই পথেই পাড়ি দিলেন বলে ধরে নেওয়া যায়৷ যদি এ বিষয় তিনি এখনও কোন অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করেননি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST