খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: চড়া হল সোনার দাম৷ লাগাতার সোনার দাম বাড়াতে ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷ বিয়ের মোরশুমকেই দায়ী করলেন একদল বিশ্লেষক৷ প্রতি ১০ গ্রাম সোনার মূল্য থাকছে ৩২,২০০ টাকা৷
১) সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, দিল্লীতে ৯৯.৯ এবং ৯৯.৫ শতাংশ খাঁটি গহনার সোনার মূল্য বেড়ে গিয়েছে৷ নতুন দাম থাকছে প্রতি ১০ গ্রামে ৩২,২৩০ টাকা এবং ৩২,০৮০ টাকা৷ গত দুই সেসনে দিল্লীতে সোনার দাম বেড়েছে ২০০ টাকা৷
২) সোনার পাশাপাশি রুপোর দামের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন৷ বর্ধিত মূল্য অনুযায়ী প্রতি কেজি গহনার রুপোর দাম থাকছে ৪০,৬৫০ টাকা৷ কেজি প্রতি দাম বেড়েছে ৫০ টাকা৷
৩) সোনার গহনার চাহিদাকে পর্যালোচনা করে ক্রেডিট রেটিং এজেন্সি ICRA একটি রিপোর্ট পেশ করছে৷ চলতি বছরে সোনার বিক্রিতে ভাটা পড়ার আশঙ্কা করছেন তাঁরা৷ ২-৪ শতাংশ পর্যন্ত বিক্রি কমতে পারে বলে জানা যাচ্ছে৷ তবে, সোনার দাম বৃদ্ধির জন্যে মধ্যবিত্তের একাংশের কপালে ইতিমধ্যেই ভাঁজ পড়েছে৷
৪) সারা বিশ্বের সোনার বাজার কেমন থাকবে সেই বিষয়েই পূর্বাভাস দিয়েছেন GFMS বিশেষজ্ঞরা৷ তাঁরা জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যে ২০১৮ তে মার্কেটে সর্বাধিক মুনাফা লাভ করবে দেশ৷
খবর২৪ঘণ্টা.কম/জন