1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বি’সিবির পরি’চালক ও ক্লা’বকর্তা লোকমান হোসেন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

বি’সিবির পরি’চালক ও ক্লা’বকর্তা লোকমান হোসেন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৬ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধ ক্যাসিনোর সন্ধান পাওয়ায় ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাত ১টার দিকে রাজধানীর মনিপুরীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এ সময় লোকমান হোসেনের বাসা থেকে অনুমতিহীন বিদেশি মদও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একজন পরিচালক।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সন্ধ্যার পর থেকে লোকমান হোসেনের বাসাটি আমাদের নজরদারিতে ছিল। মাদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয়েছে।

এদিকে রাজধানীর ফুওয়াং ক্লাবে আবারও অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ফুওয়াং ক্লাবে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন ক্লাবটিতে কোনো অবৈধ কর্মকা-ের সন্ধান পায়নি বলে জানিয়েছিল পুলিশ। ফলে গতকাল এত বিপুল পরিমাণ বিয়ার ও মদ দেখে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব সদস্যরা বিস্মিত হয়ে যান। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম আমাদের সময়কে বলেন, অভিযানে ফুয়াং ক্লাব থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

এর আগে ২২ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ চারটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সে সময় মোহামেডান ক্লাব থেকে অসংখ্য জুয়া খেলার বোর্ড, সরঞ্জাম এবং অন্তত দুটি ক্যাসিনো পাওয়া যায়। এ ছাড়া টাকা গোনার বেশ কয়েকটি মেশিন ও হাউজি সরঞ্জামও উদ্ধার করা হয়। ভিআইপি ব্যক্তিদের জন্য মোহামেডান ক্লাবে ছিল আলাদা ছোট ছোট কক্ষ। আলাদা টাকা গোনার কক্ষ ও রন্ধনশালাও ছিল। ক্লাবের ভেতর থেকে ১২টি ওয়াকিটকিও উদ্ধার করে পুলিশ।

একসময় বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে ১৯৯৪ সাল থেকে মোহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত হন লোকমান হোসেন ভূঁইয়া। এরপর তিনি ক্লাবের সাধারণ সম্পাদক হন। ২০১১ সালে ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর সভাপতি পদ থেকে মোসাদ্দেক হোসেন ফালু সরে গেলেও লোকমান থেকে যান। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে এখানো তিনি রয়েছেন।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST