1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার অ্যাওয়াজপুর ইউনিয়নে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী। এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক।
মঙ্গলবার (২ নভেম্বর) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভূট্টর বাড়িতে গিয়ে ওই কিশোরী অনশন শুরু করে।
অভিযুক্ত প্রেমিক ওই ইউনিয়নের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভূট্টর ছেলে খজবুল্লাহ ওরফে আদলু (২৫)। অ্যাওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন জানান, খজবুল্লাহ ওরফে আদলুর সঙ্গে নাকি ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে বিয়ের দাবিতে একটি বিষের বোতল নিয়ে ওই বাড়িতে অবস্থান করছে সে। তার প্রেমিক তাকে বিয়ে না করলে সে বিষপান করে আত্মহত্যা করবে বলে হুমকিও দিচ্ছে।

তিনি আরও জানান, এ খবর শুনে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চৌকিদারকে ঘটনা স্থলে পাঠিয়েছি। ওই কিশোরীর বাবা-মা ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আসতে বলেছি। তবে রাত ১০টা পর্যন্ত তারা কেউ আসেনি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, আমরা কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কিশোরীকে ফেরত নেওয়ার জন্য আসছেন বলে জানিয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST