বিশ্ব মেট্রোলজী দিবসে রাজশাহী বিএসটিআই’র উদ্যোগে ভাচুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ¦ব্যাপী করোনা মহামারির কারণে দিবসটি উপলক্ষে প্রধান কার্যালয়, ঢাকার সাথে সংযুক্ত থেকে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মেট্রোলজী দিবসের প্রতিপাদ্য ছিল, “সুস্বাস্থ্যের জন্য পরিমাপ”। প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। বিশেষ অতিথি
ছিলেন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি এবং জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রণালয়। আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত¡শাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এস/আর