খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আজ ২০ মে বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস। ‘বিশ্ব বাণিজ্যে পরিমাপ উৎপাদক ও ভোক্তাকে সুরক্ষা দেয়’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বাণী দিয়েছেন ওজন ও পরিমাপবিষয়ক আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম-এর পরিচালক মার্টিন মিল্টন এবং বিআইএমএল-এর পরিচালক অ্যান্থনি ডোনেলান।
বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন প্রকার পণ্য বা সেবা এক দেশ থেকে অন্য দেশে বা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লেনদেন বা কেনাবেচা করা হচ্ছে। এটা সম্ভব হচ্ছে একমাত্র পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতির প্রচলন এবং এই পদ্ধতির প্রতি মানুষের আস্থা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার কারণে।
বিআইপিএম ও বিআইএমএলের সদস্য হিসেবে বাংলাদেশে লিগ্যাল ও সায়েন্টিফিক মেট্রোলজির প্রচলন এবং বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত একমাত্র রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসটিআই দিবসটি যথাযথ গুরুত্বের সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে।
মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মুখ্য উদ্দেশ্য। এ উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই