নিজস্ব প্রতিবেদক :
৫০তম বিশ্ব মান দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসটিআই’র উদ্যোগে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই’র পরিচালক খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন. জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান। বিশেষজ্ঞ অতিথি ছিলেন, রুয়েটের ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইঞ্জিঃ এস. এম আব্দুর রাজ্জাক। প্রতিপাদ্য বিষয়ের উপর বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজি) খাইরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আর/এস