পাবনা প্রতিনিধি: ‘প্রবীণের অধিকার টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সোমবার পাবনার বেড়ায় বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রর উদ্যোগে বেড়া উপজেলার কাশীনাথপুরে দিনব্যাপী ব্যতিক্রমী নানা আয়োজনে এই প্রবীণ মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে প্রবীণদের একটি বর্ণাঢ্য র্যালি কাশীনাথপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা, প্রবীণদের খেলাধুলা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র কাশীনাথপুর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু।
শিবপুর প্রবীণ উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, আমিনপুর থানার ওসি আবু ওবায়েদ, পাবনা জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন প্রমুখ।
এরপর প্রবীণদের নিয়ে স্মৃতিচারণ, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রবীণ নারী-পুরুষেরা অংশ নেন।
শিবপুর গ্রামের গোলাম রব্বানী (৮৫), দাঁতিয়া গ্রামের আবুল কাশেম (৬৫), নয়াবাড়ি গ্রামের আব্দুস শুকুর (৬৯), শিবপুর গ্রামের মনোয়ারা বেগম (৬৭), বুলি খাতুন (৭২), নাটিয়াবাড়ি গ্রামের রোমেলা বেগম (৬০) স্মৃতিচারণ করতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন। একে অপরের সাথে কোলাকুলি করেন। অনেকেই বৃদ্ধ জীবনের সুখ-দুঃখের গল্প নিয়ে মেতে ওঠেন। বিভিন্ন এলাকার ৫ শতাধিক প্রবীণ নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন