খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেয়া আফ্রিকা মহাদেশের দেশ জিবুতির এক নাগরিক মারা গেছেন। তার নাম আব্দুর রহমান জুব্বা (৭০)।
মঙ্গলবার ভোরে বিশ্ব ইজতেমার বিদেশি কামরায় তার মৃত্যু হয়। বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মন্তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেয়া আব্দুর রহমান জুব্বা নামে জিবুতির নাগরিক মারা গেছেন। তিনি দ্বিতীয় ধাপে অংশ নেয়ার জন্য ইজতেমায় থেকে যান।
মঙ্গলবার ভোরে বিদেশি কামরায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সকাল ১০টায় জানাজা শেষে তাকে ইজতেমার কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ