1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
করোনা

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫২৪ জন।
রোববার (৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৩০৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫০ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৮৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৩৩৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৯৮ জন এবং মারা গেছেন ৪২২ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ১৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৬৬ জন। ভারতে মারা গেছেন ৫১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭৯ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২০ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৭৯৩ জন, মেক্সিকোতে ২৮২ জন এবং ফিলিপাইনে ১৫৪ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST