করোনাভাইরাসে এখনো বিপর্যস্ত বিশ্ব। এরইমধ্যে নানা দেশ বিধিনিষেধ শিথিল করেছে। খুলে দেওয়া হয়েছে পর্যটন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সব কিছু। এই অবস্থায় আবারও সারা বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু উভয়ই বেড়েছে। এর মাঝে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় এ তথ্য জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৭৩ হাজার ৪৮১ জন। মোট শনাক্ত হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েন ২০ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭১৭ জন।
জেএন