1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বমানচিত্র থেকে ভারতকে মুছে ফেলার পরিকল্পনা ছিল হানিপ্রীতের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

বিশ্বমানচিত্র থেকে ভারতকে মুছে ফেলার পরিকল্পনা ছিল হানিপ্রীতের

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ধর্ষক ‘বাবা’ রাম রহিম সিংয়ের সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। পরিকল্পনা ছিল বিদেশেই রাম-রহিমের সঙ্গে থিতু হওয়ার। শুধু তাই নয়, বিভিন্ন দেশবিরোধী কাজকর্মের সঙ্গেও নিজেকে যুক্ত করার পরিকল্পনা করেছিল হানিপ্রীত। হানিপ্রীতকে জেরায় মিলল এমনই সব চাঞ্চল্যকর তথ্য।

জেরায় হানিপ্রীত আরও স্বীকার করেছে, পুলিসের ঘেরাটোপ থেকে রাম রহিম সিংকে পালিয়ে যেতে সাহায্য করার জন্যই পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়। শুধু তাই নয়, হানিপ্রীতসহ অন্য ডেরা সদস্যদের জেরায় মিলেছে আরও চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

জানা গিয়েছে, ১৭ অগাস্ট পাঁচকুলায় হিংসা ছড়ানোর নকশা তৈরি হয় । হানিপ্রীতের নেতৃত্বেই পুলিস, সুরক্ষা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট, এমনকি সংবাদমাধ্যমের উপর হামলারাও ষড়যন্ত্র করেন হানিপ্রীত। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে ২৫ অগাস্ট হিংসা ছড়িয়ে পড়ে পাঁচকুলায়।

পুলিসকে হানিপ্রীত জানিয়েছে, বিদেশে গিয়ে থিতু করার প্ল্যান ছিল তার ও গুরমিতের।
সেইজন্য প্রথমে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। প্ল্যান মতো একটি স্যুটকেসের মধ্যে নিজের ও গুরমিতের পাসপোর্ট, ডেরার সম্পত্তির নথি, খালি চেকবুক, ক্রেডিট কার্ড ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভরে নিয়েছিল হানিপ্রীত। প্রসঙ্গত সেই স্যুটকেস নিয়েই আদালতে গিয়েছিল সে।

এরপর ২৭ অগাস্ট সেই স্যুটকেস সঙ্গে নিয়েই ডেরা ছেড়ে অজ্ঞাতবাসে চলে যায় হানিপ্রীত। জেরায় হানপ্রীত পুলিসকে জানিয়েছে, এরপরই সে ও ডেরার মুখপাত্র আদিত্য ইনসান গুরমিতের গ্রেফতারির প্রতিশোধ নিতে বিশ্বমানচিত্র থেকে ভারতকে মুছে দেওয়ার পরিকল্পনা করে। হানিপ্রীতের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পরই নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থাগুলি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST