1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বব্যাপি করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বিশ্বব্যাপি করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
প্রতিকী

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৬০ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক লাখ ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫৪ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় চার শ।

বুধবার (২৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ২১ লাখ ৬৭ হাজার ১৬৫ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৫ হাজার ৭১৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৬ জনের এবং শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮৬৮ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২০ হাজার ২৪১ জন এবং মৃত ১৯৫ জন। ইতালিতে আক্রান্ত ৩৫ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু ১৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৬ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। জাপানে মৃত ২৬৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৪ জন এবং আক্রান্ত ৯ হাজার ৪৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮৮ জন এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team