খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দুর্ভাগ্যই বলতে হবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ও এর সমর্থকদের জন্য। বিশ্বকাপের বাকি নেই একমাসও। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সার্জিও রোমেরো।
মাত্র একদিন আগেই রাশিয়া বিশ্বকাপের জন্য কোচ সাম্পাওলি আর্জেন্টিনার ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। যেখানে প্রথম পছন্দ হিসেবেই দলে অন্তর্ভুক্ত ছিলেন রোমেরো।
৩১ বছর বয়সি এ খেলোয়াড় জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন।মঙ্গলবার সন্ধ্যায় আর্জেন্টিনা ফুটবল দল এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করে।রোমেরো চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন।
আর্জেন্টিনা আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে। তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
খবর২৪ঘণ্টা.কম/নজ