1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপে ‘পাক বধ’ অব্যাহত ভারতের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

বিশ্বকাপে ‘পাক বধ’ অব্যাহত ভারতের

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজার রাখল টিম ইন্ডিয়া৷ এই নিয়ে সাতটি বিশ্বকাপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে সাতবারই জয় তুলে নিল ভারত৷ ওল্ড ট্র্যাফোর্ডে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৮৯ রানে পরাজিত করল মেন ইন ব্লু’রা৷

বৃষ্টি বিঘ্নিত বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে৷ দুরন্ত শতরান করেন রোহিত শর্মা৷ তাঁকে যোগ্য সঙ্গত করে ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি টপকান লোকেশ রাহুল ও বিরাট কোহলি৷ মহম্মদ আমের ছাড়া পাকিস্তানের বাকি বোলাররা নজর কাড়তে ব্যর্থ৷

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেল বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়৷ নতুন করে খেলা শুরু হওয়ার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রানের৷ অর্থাৎ বাকি ৫ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ১৩৬ রান করতে হত পাকিস্তানকে৷

ভারতের জয় কার্যত তখনই নিশ্চিত হয়ে যায়৷ নিয়মরক্ষার শেষ পাঁচ ওভার ব্যাট করে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে তাদের ইনিংসে আরও ৪৬ রান যোগ করে৷ অর্থাৎ ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১২ রান তোলে পাকিস্তান৷

ফকর জামান, বাবর আজম ও ইমদ ওয়াসিম পালটা লড়াই চালালেও বাকিরা পুরোপুরি ব্যর্থ৷ দুই অল-রাউন্ডার বিজয় শঙ্কর ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে উইকেট তোলেন ‘চায়নাম্যান’ কুলদীপ যাদব৷ ভারতীয় শিবিরের খারাপ খবর ভুবনেশ্বর কুমার চোট পেয়ে মাঠ ছাড়েন৷

ভারতের হয়ে ওপেন করতে নেমে লোকেশ রাহুল ৭৮ বলে ৫৭ রান করেন৷ রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ ওপেনিং জুটিতে দু’জেন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়েন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ৬৫ বলে ৭৭ রান করে ক্রিজ ছাড়েন৷ হার্দিক পান্ডিয়া ১৯ বলে ২৬ রানের যোগদান রাখেন৷ ধোনি ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন৷ বিজয় শঙ্কর ১৫ বলে ১৫ ও কেদার যাদব ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন৷

পাকিস্তানের হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন মহম্মদ আমের৷ হাসান আলি একটি উইকেট নিলেও ৯ ওভারে ৮৪ রান খরচ করেন৷ ওয়াহাব রিয়াজ ১০ ওভারে ৭১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন৷

পাকিস্তান ইনিংসের শুরুতেই ওপেনার ইমাম উল হকের উইকেট হারায়৷ প্রথমবার বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে প্রথম বলেই ইমামের উইকেট তুলে নেন বিজয় শঙ্কর৷ বাবর আজম ৪৮ ও ফকর জামান ৬২ রান করে কুলদীপের শিকার হন৷ মহম্মদ হাফিজ (৯) ও শোয়েব মালিককে (০) পর পর দু’বলে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া৷ সরফরাজ আহমেদ ১২ রান করে বিজয় শঙ্করের দ্বিতীয় শিকার হন৷ ইমদ ওয়াসিম ৪৬ ও শাদব খান ২০ রানে নটআউট থাকেন৷

ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ চাহাল৷ দুরন্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রোহিত শর্মা৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST