1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপের মাতাল হাওয়া’র উদ্বোধন মঙ্গলবার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

বিশ্বকাপের মাতাল হাওয়া’র উদ্বোধন মঙ্গলবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কবিশ্বকাপে বিশ্ব কাঁপে। মেসি-নেইমার-রোনালদোদের পায়ের কারুকাজে বিশ্ব মাতে। প্রিয় দলের গোলের উৎসবে মেতে উঠবে ভক্ত-সমর্থকরা। একমাস বিশ্বকাপে বুঁদ হয়ে যাওয়ার দিন চলে এসেছে। ১৪ জুন রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে কিক অফের বাঁশি বাজিয়ে দেবেন রেফারি। স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের লড়াইয়ের মধ্যদিয়ে শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের লড়াই।

বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। আয়োজক রাশিয়াও সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। রাশিয়ার ১১ শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৬৪টি ম্যাচ। পুরো রাশিয়া ঘুরে সেই লুঝনিকি স্টেডিয়ামেই ১৫ জুলাই সমাপনীর মাধ্যমে চাদর টেনে দেয়া হবে বিশ্বকাপের। তার আগে বিজয়মঞ্চে সোনালি ট্রফিটা নিয়ে মেতে উঠবে বিশ্বজয়ী ফুটবলাররা।

বিশ্বকাপের জ্বরে ইতোমধ্যেই কাঁপতে শুরু করেছে বাংলাদেশ। নিজের দেশ নেই বিশ্বকাপে। আদৌ কখনো খেলতে পারবে কি-না সেই নিশ্চয়তা নেই। তাই বলে কি বিশ্বকাপে হাতগুটিয়ে বসে থাকা যাবে! প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন কিংবা ফ্রান্সের পতাকা টানানো চলছে পাল্লা দিয়ে। কেউ কেউ তো কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানিয়ে প্রিয় দলের প্রতি নিজের অগাধ ভালোবাসা আর সমর্থন জানিয়ে দিচ্ছে।

যারা সারাবছর খেলাধুলার কোনো খোঁজ-খবরই রাখে না, তারাও বিশ্বকাপের সময় হয়ে ওঠে এক-একজন বিশেষজ্ঞ। প্রিয় দলের সমর্থনে গলা ফাটাতেও প্রস্তুত সবসময়। ফুটবলপাগল ভক্ত-সমর্থকদের কথা চিন্তা করে এ দেশের মিডিয়াও বসে থাকে না। নানান আয়োজনের পসরা সাজিয়ে বসেন তারাও। পত্রিকাগুলো বের করে বিশেষ ম্যাগাজিনের।

তবে এখন হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতার যুগ। প্রিন্ট করা মোট আর্ট পেপারের চকচকে ম্যাগাজিনটা হয়তো দেখতে সুন্দর; কিন্তু মানুষ এখন দারুণ ব্যস্ত। প্রিন্ট করা ম্যাগাজিন পড়ার সময় কই। অবসরের ফাঁকে মোবাইলের স্ক্রিনেই চোখ বুলিয়ে নেয়। জেনে নেয় বিশ্বের নানা খবর। কেউ বা অফিসে, বাসায় বসে কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখে। মোট কথা প্রযুক্তির এই যুগে প্রিন্টের চেয়ে অনলাইনই পাঠকের অনেক বড় ভরসার জায়গা।

যুগের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমও তাদের পাঠকদের চাহিদার কথা মাথায় নিয়েছে। যে কারণে এক ক্লিকে যেন বিশ্বকাপের আদ্যোপান্ত সবকিছু জানা যায়, সে ব্যবস্থা পাঠকের জন্য করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টালটি। তৈরি করেছে বিশ্বকাপের জন্য সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট ‘বিশ্বকাপের মাতাল হাওয়া।’

বিশ্বকাপ নিয়ে জাগো নিউজের বিশেষ এই আয়োজন ‘বিশ্বকাপের মাতাল হাওয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল মঙ্গলবার। প্রাণ-আরএফএল অডিটোরিয়ামে বিশেষ পোর্টালটির উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। উপস্থিত থাকবেন বাংলাদশের প্রথিতযশা ক্রীড়া লেখক এবং ক্রীড়া সম্পাদক এবং সাংবাদিকরা।

প্রযুক্তিবান্ধব পরিবেশে যেন ভক্ত-সমর্থকরাও অনলাইনের মাধ্যমে বিশ্বকাপে মেতে উঠতে পারেন, সব ব্যবস্থাই রাখা হয়েছে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘বিশ্বকাপের মাতাল হাওয়া’য়। কী নেই এই বিশেষ পোর্টালে? বিশ্বকাপের নিয়মিত সংবাদের সঙ্গে থাকছে প্রতিটি দলের পরিচিতি, প্রতিটি দলের তারকা খেলোয়াড়, কোচ পরিচিতি। সেই দলের স্কোয়াড, নানান পরিসংখ্যান। দারুণ সব ছবির সমাহার।

থাকছে ডিজিটাল সময়সূচি। পাঠকরা চাইলে নিজের প্রিয় দলের সূচিকে ‘রিমাইন্ড’ করে রাখতে পারেন। এতে করে, ওই দলের খেলার ঠিক আগমুহূর্তে পাঠকের মোবাইল কিংবা ই-মেইলে চলে যাবে স্মরণ করে দেয়ার বার্তা (রিমাইন্ডার মেসেজ)। বিশ্বকাপের প্রতিটি ভেন্যুর আলাদা বর্ণনা। পড়লেই মনে হবে, রাশিয়ার শহর থেকে শহরে, ভেন্যু থেকে ভেন্যুতে ঘুরে বেড়াচ্ছেন পাঠকরা।

থাকছে বিশ্বকাপে বিশ্বসেরা সাবেক এবং বর্তমান তারকা ফুটবলারদের দুর্লভ সব সাক্ষাৎকার। ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের অজানা সব ইতিহাস, বিশ্বকাপের ইতিহাসে বিস্ময়, বিতর্ক কিংবা শিহরণ জাগানো নানা ইতিহাসও তুলে ধরা হয়েছে এই পোর্টালে। সঙ্গে পাঠকদের জন্য থাকছে তিনটি দুর্লভ গ্যালারি। যেখানে রাখা হয়েছে ১৯৩০ থেকে ২০১৮ রাশিয়া পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ব্যবহৃত বল, পোস্টার কিংবা মাসকটের ছবি এবং ছোট ছোট ইতিহাস।

সবশেষে থাকছে বিশ্বকাপের দুর্লভ গ্যালারি। জানা-অজানা নানা পরিসংখ্যানের ভান্ডার। মোটকথা, বিশ্বকাপের একটি পরিপূর্ণ প্যাকেজ ‘বিশ্বকাপের এই মাতাল হাওয়া।’

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST