1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপের ড্র নিয়ে মেসি-রোনালদো-নেইমার কি ভাবছেন? - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপের ড্র নিয়ে মেসি-রোনালদো-নেইমার কি ভাবছেন?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

রয়েল খান স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ৩২ দলের খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন শুধুু বাকি গ্রুপ বন্টন। কে, কোন গ্রুপে, কার বিরুদ্ধে খেলবে; সেটা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ফুটবলপ্রেমিদেরই এত রোমাঞ্চ, খেলোয়াড়দের শিহরণটা তো আরও বেশিই হওয়ার কথা। ড্র নিয়ে কি ভাবছেন বিশ্ব ক্রিকেটের সেরা তিন তারকা- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমার?

‘ফিফা ডট কম’ আসন্ন বিশ্বকাপের ড্র নিয়ে অনুভূতি জানতে চেয়েছিল বিশ্ব ফুটবলের সেরা এই তিন তারকার কাছে। হ্যাঁ, তারাও ভাবছেন, শিহরিত হচ্ছেন। তবে মাথাটা ঠান্ডা রাখতে হচ্ছে তাদের। নির্ভার না থাকলে যে মাঠের খেলায়ও তার প্রভাব পড়তে পারে!

পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন বললেন, ‘আমি নির্ভার। কেননা, হয়তো কিছু দল অন্য দলগুলোর থেকে শক্তিশালি। তবে সব গ্রুপই ভারসাম্যপূর্ণ হবে। আমি শান্ত থাকতে পারছি। কারণ আমি জানি, যখন সময় আসবে দলগুলো প্রস্তুত হয়ে যাবে।’

নিজের দল পর্তুগাল নিয়ে রোনালদোর একটাই ভাবনা-প্রতিপক্ষ যেই হোক, জিততে হবে। তিনি বলেন, ‘আমাদের যাদের বিপক্ষে ড্রয়ে নাম পরুক, জিততে হবে। কে পড়লো, সেটা কোনো ব্যাপার নয়।’

এদিকে, আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি আন্দাজ করে নিয়েছেন, কারা তাদের বিপক্ষে পড়তে পারে। যদিও তিনি জানিয়েছেন, বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটার দিকে চোখ রাখতে চেষ্টা করবেন, ‘আমি এটা অনুসরণ করব। যদি একই সময়ে আমাদের কোনো ট্রেনিং বা ম্যাচ না থাকে।’

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবার রোনালদোর মতই নির্ভার। কোন দল তাদের বিপক্ষে পড়বে, সেটা নিয়ে ভাবতেই নারাজ তিনি, ‘আমার বিশ্বাস আছে, আমরা যে কোনো দলেরই মোকাবেলা করতে সক্ষম।’

তবে আগামী শুক্রবার ড্রয়ের দিনটা যে আর দশটা দিনের মত হবে না, সেটাও স্বীকার করলেন নেইমার। তিনি বলেন, ‘আমরা মাইক্রোওয়েভে কিছু পপকর্ন দিয়ে রাখব। পরিবার এবং বন্ধু-বান্ধবকে ডাকব। তারপর সবাই মিলে টিভিতে চোখ রাখব।’

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST