খবর২৪ঘণ্টা খেলা ডেস্ক: মেসি না রোনাল্ডো! ফুটবল বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ বিশ্বকাপে এপর্যন্ত দুই তারকার পারফরম্যান্স দেখার পর কোটি টাকার প্রশ্নটা হল, ফুটবলে ‘গোট’ কে?
‘GOAT’ অর্থাৎ সর্বকালের সেরা (Greatest Of All Time) কে, এ প্রসঙ্গে ফুটবল মহল দ্বিধাবিভক্ত হলেও বিরাট কোহলি জানিয়ে দিলেন তাঁর চোখে গোট কে৷
নিউ ইয়র্কের একটি পত্রিকা ছাগল নিয়ে মেসির প্রাক বিশ্বকাপ ফটো শুট করে, যার পরেই এই অন্তর্জাতিক ফুটবলমহলে ‘GOAT’ অর্থাৎ Greatest Of All Time’এর প্রসঙ্গে উত্থাপিত হয়৷ মেসিকে গোট হিসাবে দেখানো হলেও বিষয়টা ভালোভাবে গ্রহণ করেননি
লিওর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর সেলিব্রেশনে দাড়িতে ইঙ্গিত করে রোনাল্ডো বুঝিয়ে দেন, মেসি নন, আসল গোট তিনিই৷
https://www.instagram.com/p/BkaMurKgdVt/?taken-by=virat.kohli
বিরাট কোহলি কাকে গোট হিসাবে স্বীকৃতি দিলেন তা জানলে মেসি সমর্থকরা হতাশ হবেন সন্দেহ নেই৷ কারণ, ভারত অধিনায়ক সম্মতি জানিয়েছেন রোনাল্ডোর দাবিকেই৷ অর্থাৎ কোহিলের কাছে ফুটবলের গোট হলেন সিআর সেভেন৷
টিভিতে সম্প্রচারিত হওয়া বিশ্বকাপে ফ্রি-কিক থেকে রোনাল্ডোর গোল করার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলি লেখেন, ‘আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প, মনোবল ও নিখাদ আবেগ, দ্য গোট ক্রিশ্চিয়ানো৷’
টিম ইন্ডিয়ার আর এক তারকা ক্রিকেটার রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় জার্মানির প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন৷ একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন সুইডেনের বিরুদ্ধে টনি ক্রুজের শেষ মুহূর্তের গোলের৷ টুইটারে রোহিত লেখেন, ‘চাপের মুখে অসীম ধৈর্য্য দেখিয়েছে ডয়েচল্যান্ড৷ দারুণ ফিনিশ টনি ক্রুজের৷’
খবর২৪ঘণ্টা.কম/নজ