খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ‘বিরাট প্রশ্নে’ তিন শব্দের টুইট করে ভাইরাল পঞ্জাবের প্রীতি। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন? টুইটে এক অনুরাগীর এই প্রশ্নের উত্তরে তিন শব্দের টুইটে প্রীতি লিখেছেন, “হি ইজ অউসম”।
প্রসঙ্গত, এবারের মরসুমটাও ভাল গেল না প্রীতির পঞ্জাবের। শুরুটা ভাল হলেও তীরে এসে তরি ডুবেছে অশ্বিনদের। লোকেশ রাহুলের ওয়ান ম্যান শো ছাড়া আর বিশেষ কিছুই দেখাতে পারেনি বীরেন্দ্র সেওয়াগের দল। ডু অর ডাই ম্যাচে হেরে প্লে অফের দরজাও নিজে হাতে বন্ধ করেছে পঞ্জাব। এমন অবস্থায় কোচ বীরুর ওপরে চটতেও দেখা গিয়েছে দলের মালকিন প্রীতিকে। আবার আম্বানির দল মুম্বইয়ের হারে উচ্ছ্বাস প্রকাশ করেও ভাইরাল হয়েছিলেন তিনি। এবার আরও একবার শিরোনামে প্রীতি জিন্টা। এবার উপলক্ষ্য বিরাট।
খবর২৪ঘণ্টা.কম/জন