1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়ে করছেন বিশ্বসুন্দরী মানুশী চিল্লার! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বিয়ে করছেন বিশ্বসুন্দরী মানুশী চিল্লার!

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: “আমি চাই আমার বিয়ে একটা বড়ো উৎসবের মত হোক৷ নাচ, গানে ভরে উঠুক আমার বিয়ের আসর৷ বাজি ফাটিয়ে ধুমধাম করে হবে প্রতিটি অনুষ্ঠান৷” আর পাঁচটা সাধারণ মেয়ের মতো, রাজকীয় বিয়ের স্বপ্নে মজেছেন বিশ্বসুন্দরী মানুশী চিল্লার৷

স্বপ্নের এই বিয়ের কথা সুন্দরী ব্যক্ত করলেন বলি ডিভা করিনা কাপুর খানের কাছে৷ আর মানুশীর ওয়েডিং প্ল্যান শুনতে না শুনতেই উত্তেজিত পটৌডি বেগমের আবার শখ হল বিয়ের! শেষে নবাব বেগমের হুশ ফেরালেন মানুষী। মনে করিয়ে বললেন, “তোমার তো বিয়ে হয়ে গেছে৷” যা শোনার পর, মনের দুঃখ ফুটিয়ে তুললেন হাসির রেখায়!

গোটাটাই একটা জুয়েলারি অ্যাড। নামী গয়না সংস্থার কমার্শিয়াল বিজ্ঞাপনের সিন৷ সেই দৃশ্যেই দুই বিয়ে নিয়ে অগাদ আলোচনা৷ সেই অ্যাডের ভিডিওই সম্প্রতি মুক্তি পেল৷

আগেই খবর এসেছিল, মানুশী চিল্লার এবং করিনা কাপুর খান একটি গয়নার ব্র্যান্ডকে একসঙ্গে এনডর্স করতে চলেছেন৷ সেই গয়না সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করিনা আগেই থেকেই ছিল এখন মিস ওয়ার্ল্ড নতুন এনডর্সার৷ এই প্রসঙ্গে কথা বলার সময় মানুশী এক সাক্ষাৎকারে জানান, ” করিনার সঙ্গে আমায় যে তুলনা করা হবে সেটা জানতামই৷ প্রত্যেকের আশা বেড়ে গেছে করিনা কাপুর খান এবং তমন্না ভাটিয়ার মত অভিনেত্রীদের এই বিজ্ঞাপনে দেখার পর৷ তবে নার্ভাসনেন্স ছিল সঙ্গে এক্সাইটেডও ছিলাম৷”

হরিয়ানার মানুশীর সম্বন্ধে বলিপাড়ার জোর গুঞ্জন ছড়িয়েছে, যে তাঁকে ছবিতে সাইন করানোর জন্য বেশ কিছু পরিচালক প্রযোজক উঠে পরে লেগেছে৷ যদিও তাঁর তরফ থেকে কিছু শোনা যায়নি৷

অন্যদিকে করিনা এখন ব্যস্ত ‘ভিরে দি ওয়েডিং’র শ্যুটিং নিয়ে৷ ছবিতে মুখ্য ভূমিকায় তিনি ছাড়া রয়েছেন সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া৷ ১ জুন রিলিজ

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST