1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়ের পর প্রথম সকাল, কেমন লাগছে শুভশ্রীকে দেখুন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিয়ের পর প্রথম সকাল, কেমন লাগছে শুভশ্রীকে দেখুন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ মে, ২০১৮

সাতপাক সম্পূর্ণ করে রাজ-শুভশ্রী এখন টলিউডের নিউলি ম্যারেড সেলেব কাপল৷ দুই তারকার সেই শুভ মুহূর্তের ছবি তো দেখেছেন, ভিডিও সবই তো দেখেছেন৷ মেহেন্দি, আলতা পরা, গায়ে হলুদ, সাতপাক, শুভদৃষ্টি, প্রতিটি অনুষ্ঠানের মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ার সুবাদে প্রকাশ্যে এসেছে সকলের৷

ট্যুইটার ট্রেন্ডের প্রথম সারিতে রয়েছে সদ্য বিবাহিত এই টলি-কাপলের ওয়েডিং অ্যালবাম৷ সেই অ্যালবামকে পারফেক্ট করে দিল বিয়ের পর রাজের প্রথম ট্যুইট৷ একের পর এক চমকের রেশ ধরে রেখেই পরিচালক রাজ, শুভশ্রীর একটি ছবি আপলোড করে ফের সারপ্রাইজ দিলেন ভক্তদের৷

খাটের ওপর বসে শুভশ্রী৷ সিঁথি ভর্তি সিঁদুর৷ ঘুম থেকে ওঠার পর সিঁদুর খানিকটা ঘেটে ছড়িয়ে পড়েছে কপালে৷ আর পাঁচটা সাধারণ বাঙালি বউয়ের মত লাগলেও তাঁর রূপের লাবণ্য ছড়িয়ে পড়ছে সাদা-লাল পাড় শাড়িতে৷ শুভশ্রীর ঘুম ঘুম চোখের ছবি তুলে পোস্ট করলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷

হালকা গয়নায় অপরূপ সুন্দরী লাগছিল তাঁকে৷ তবে ঘুম থেকে ওঠার পরই শুভশ্রীর ঘনিষ্ঠ হয়ে উঠলস তার আদরের পোষ্য৷ সেই ক্যানডিড মোমেন্ট ফ্রেমবন্দি করে নিলেন রাজ৷ বিয়ের প্রথম সকাল বলে কথা৷ স্পেশাল তো হবেই৷ আর ক্যাপশনও তেমনই,“Good morning life. First morning.”

গতকাল সকাল থেকেই নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধীরে ধীরে ছাদনাতলার দিকে এগিয়েছেন রাজ-শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে জমকালো বিয়ের অনুষ্ঠানে চার হাত এক হয়৷ আর বিয়ে যেমন রাজকীয়, তেমনই রাজকীয় ছিল বিয়ের মেনুও৷৷ চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি রান্নাবান্না, সব রকমেরই আয়োজন ছিল গতকাল৷

বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাকের সঙ্গে ভারী সোনার গয়না এবং মাথায় ওড়নাতে সেজে উঠেছিলেন শুভশ্রী৷ অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবী পরেছিলেন রাজ। সঙ্গে মানানসই ধুতি। আর মাথায় টোপর। জুঁই ফুল দিয়ে সাজানো হয় ছাদনাতলা। যার নীচে দাঁড়িয়েই গতকাল আজীবন একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাজ-শুভশ্রী। টলিউডের তারকারা ছাড়াও এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মন্ত্রীরাও।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team