রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে স্কুল ছাত্রী প্রেমিকার বাড়িতে অবস্থান করছে প্রেমিক জিহাদ (২০)। তবে তাদের মধ্যে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হবে বলেন জানান ওই স্কুল ছাত্রীর চাচা।
শুক্রবার (১০ মার্চ) পুঠিয়ার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুঠিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। তার বাবার নাম টুটুল।
ছাত্রীর চাচা জালাল উদ্দীন বলেন, তার ভাতিজার বিয়ে ঠিক করা হয়েছিল নাটোরে। শুক্রবার বিয়ের দিন ছিল। যথারীতি বরপক্ষ আমাদের বাড়িতে এসেছিল আমার ভাতিজাকে বিয়ে করতে। মোবাইলে খবর পেয়ে পুঠিয়ার শিলমাড়িয়ার এক ছেলে আমাদের বাড়িতে এসে আমার ভাতিজাকে বিয়ে করতে চায়। তার সাথে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক আছে বলে সে জানায়। এ ঘটনা জানার পর নাটোর থেকে আসা বরযাত্রীরা চলে যায়।
এদিকে প্রেমিক দাবি করা ছেলেটাকে রেখে দিয়েছে তার পরিবার। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা রাতের মধ্যে আসতে চেয়েছে। মেয়েটির ভবিষ্যৎ বিবেচনায় তার প্রেমিকের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
পুঠিয়ার ইউপি চেয়ারম্যান আশরাফ খান বলেন, আমি ঘটনাটি শুনেছি। মেয়েটি তার প্রেমিককে বিয়ে করবে বলে জানতে পেরেছি।
বিএ/