খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি জানিয়েছেন, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।আজ রবিবার বিকালে বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা
ছিলো।মঈনুদ্দিন খান বাদল জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলো ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে।ঘটনার পরপরেই বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়। র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে।সূত্র: কালের কণ্ঠ
খবর ২৪ ঘণ্টা/আরএস