1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিমানের বাতানুকূল যন্ত্রে শুকোলো অন্তর্বাস, ভিডিও ভাইরাল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

বিমানের বাতানুকূল যন্ত্রে শুকোলো অন্তর্বাস, ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সত্য সেলুকাস৷ সত্যিই এই বিশ্ব বড় বিচিত্র৷ বিমানে আরাম করে যাচ্ছিলেন যাত্রীরা৷ কিন্তু শান্তির ঘুম আর ঘুমোনো হল কই? এমন একটা দৃশ্য চোখের সামনে দেখলে ঘুম তো পগার পার৷ যাত্রীদের গোল গোল চোখ তখন এক মহিলার দিকে কেন্দ্রীভূত৷ বলা ভালো মহিলার অন্তর্বাসের দিকে৷

না৷ এর মধ্যে যদি আপনি অশালীন কিছু দেখে থাকেন, তাহলে ভুল করছেন৷ মহিলা নিজেই নিজের অন্তর্বাস সর্বসমক্ষে মেলে রেখেছিলেন৷ অবশ্য তা শরীর থেকে আলাদা অবস্থাতেই ছিল৷

ঘটনাটি ঘটেছে উরাল এয়ারলাইন্সে৷ তুরস্কের অ্যান্টাল্যা থেকে মস্কো যাচ্ছিল একটি বিমান৷ সেই বিমানেই তোলা হয় ভিডিওটি৷ দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি৷ দা ফার্স্ট টুলার পক্ষ থেকে এটি ওয়েবসাইটে আপলোডও করা হয়৷

ভিডিওয় এক মহিলা যাত্রীকে পিছন থেকে দেখা গিয়েছে৷ ফলে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি৷ তিনি সাদা রঙের একটি অন্তর্বাস শুকোনোর জন্য বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করছেন৷ যাত্রীদের মাথার উপর যে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, সেটিই ব্যবহার করছেন তিনি৷ অন্তর্বাস উলটে পালটে, ভালোভাবেই শুকোন তিনি৷ তারপর, সেটি শুকিয়ে গেলে এসি বন্ধ করে দেন৷

গোটা ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে৷ বর্তমানে সেটি ভাইরাল৷ এর ভিউয়ার্স ছাড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST