নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ায় আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউন্নবী আল মামুনের সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাটির ঘটনা ঘটেছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার মতিউরের ছেলে হুমায়ন, বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার মতিন উদ্দিনের ছেলে নুর ইসলাম ও একই এলাকার সাইফুলের ছেলে মাসুদ ইসলাম। একজনের নাম জানা যায়নি।
জানা গেছে, মাইক্রোবাসযোগে কিছু লোক শাহমখদুম বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিমানবন্দরের প্রধান ফটকের সামনে পুলিশ ওই মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে। মাইক্রোবাসের যাত্রীরা বিমানের যাত্রী কিনা পুলিশ জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে পুলিশের সাথে চড়াও আচরণ করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাইক্রোবাসযোগে আসা লোকজন পুলিশকে ধাক্কা দেয়। এরপর ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে মাইক্রোবাস যোগে আসা কয়েকজন লোক বিমানবন্দরের মধ্যে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দেয়। এরপর ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে