1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লুটতে চাচ্ছে বিএনপি: কাদের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লুটতে চাচ্ছে বিএনপি: কাদের

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এই মূহুর্তে সব দিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুণ্ন রেখে ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় সর্বমহলে সরকার প্রসংশিত হয়েছে। এমনকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন।’

‘এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিএনপি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেছে। এই মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছে এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আশা করি না।’

জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি প্রতিরোধে সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।’

নভেল করোনাভাইরাস মোকাবেলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের দাবি বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন। এই মূহুর্তে ‘জাতীয় টাস্ক ফোর্স’গঠনের প্রযোজন কী, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

‘যুক্তরাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে নতুন ভ্যাক্সিন আবিষ্কারের জন্য এবং যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস মেডিকেল টাস্ক ফোর্স গঠিত হয়েছে। মির্জা ফখরুল জাতীয় টাস্ক ফোর্স বলতে কী বোঝাতে চান? জাতীয় টাস্ক ফোর্স গঠন এর দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন, এটা তিনি পরিষ্কার করেননি।’

কাদের বলেন, ‘এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? কিছু দিন পর জাতীয় দুর্যোগ টাস্ক ফোর্স গঠনের কথা বলবেন, তারপর জাতীয় সরকার গঠনের কথা বলবেন, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। এটা আজকের সংকটের করোনা প্রতিরোধের দায়িত্ব থেকে এটা একবারেই বিচ্যুত।’

সরকারের ভুলে পরামর্শ দিতে কোনো আপত্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে, এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিন, এতে কোনো আপত্তি নেই। কিন্ত আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়ানো, এই মূহুর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না।’

জনগণকে আওয়ামী লীগ এবং দলের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান ওবায়দুল কাদের।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team