খবর২৪ঘন্টা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলায় ৫নং আসাামি সাজুকে (২১) ঢাকার শাহবাগ ও একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে বেগমগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় এ পর্যন্ত মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হল।
নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ গণমাধ্যমকে জানান, ৫ নং আসামি সাজুকে রাত দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে এবং ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে রাত সাড়ে ১২টার দিকে জয় কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জবানবন্দিতে নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, তিনি নির্যাতনের ঘটনাটি ঘটার সাত থেকে আটদিন পর ইউপি সদস্যের বাড়িতে গিয়ে জানান। ইউপি সদস্য তাঁকে ঘটনাটি চেপে যেতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে। এ ছাড়া ঢাকায় গ্রেফতার মামলার প্রধান আসামি নূর হোসেন বাদলকে গত রোববার রাতে বেগমগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাঁকেও আজ আদালতে হাজির করা হবে।
খবর২৪ঘন্টা/নই