নিজস্ব প্রতিবেদক : ভারতীয় তামাক ও বিড়ি তৈরির বিপুল পরিমাণ মসলাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে আবু বক্কর (৩৬), মুন্সিপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে দবির মিয়া (৩৪), জদুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩৭) ও শ্যামপুর সাহাপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে কালাম (৪০)। আটককৃতদের কাছ থেকে ৪০১ কেজি ভারতীয় তামাকপাতা ও ২৭২ কেজি বিড়ি তৈরীর মসলা
উদ্ধার করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে শিবগঞ্জ থানাধীন গোপালপুর মোড় কানসাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবু বক্কর, দবির, জহুরুল ও কালামকে ৪০১ কেজি ভারতীয় তামাকপাতা ও ২৭২ কেজি বিড়ি তৈরীর মসলাসহ আটক করা হয়।
আর/এস