নিজস্ব প্রতিবেদক :
বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলো, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার টাকিয়া কদমা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (৪৮), একই এলাকার শ্রী অবিরাম সরকারের ছেলে মানিক সরকার (৩৪) ও কলিমুদ্দিন সরকারের ছেলে মুনজুর রহমান (৪৫)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,
মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন নিংগইন এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ বোতল ফেন্সিডিলসহ ও একটি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকিয়াধীন রয়েছে।
আর/এস