নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাদির (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১০ জুলাই
ভোর পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন আমতলা নদীর দক্ষিণ পাশে জনৈক মুনজুরের এর কলাবাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল কাদির ৪৯৮ বোতল ফেন্ডিল ও ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর