খবর২৪ ঘণ্টা ডেস্ক :
এক লাখ আট হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে মিউজিক ভিডিওর শুটিং করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।
বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটককৃতরা হলো, রাজশাহীর কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের ৮ আর্টিস্টসহ মোট ১০ জন।
র্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, মিউজিক ভিডিও করার নামে কক্সবাজার গিয়ে ইয়াবা নিয়ে ফেরার পথে রাজশাহীভিত্তিক মাদকচক্র ‘সরকার প্রোডাকশন হাউস’র ১০ সদস্যকে আটক করা হয়েছে।
তিনি জানান, আসলাম সরকার রাজশাহীর মাদক চক্রের প্রধান। তিনি নানা সময় নানা বেশ ধরে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতেন। এবার তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের নাম দিয়ে ইয়াবা নিতে আসেন। ইয়াবা কিনে মাইক্রোবাসযোগে রাজশাহী ফেরার পথে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
মেজর রুহুল আমিন আরও বলেন, তাদের ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ৯ অক্টোবর মাদক নিয়ে খবর ২৪ ঘন্টায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কালাম মোল্লাসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়।
বিস্তারিত জানতে চোখ রাখুন খবর ২৪ ঘন্টায়।
খবর২৪ঘণ্টা/কে