খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি দল। সেই সঙ্গে তারা নারী ফুটবল নিয়েও বাফুফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা।সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটির বেশকিছু দাবির মধ্যে এই দুটি দাবিও অন্তর্ভুক্ত ছিল।বিপিএল’কে জুয়াড়ীদের আস্তানা আখ্যা দিয়ে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এই টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে। বিপিএলের নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে।
বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।’মানববন্ধনে উত্থাপিত দাবিসমূহে বলা হয়েছে-বিপিএল-এর নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে। যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। জুয়াড়ী তৈরীর কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে।”বাফুফে নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভটুগেদারে উৎসাহিত করছে। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’
খবর ২৪ ঘণ্টা/আর