নিজস্ব প্রতিবেদক :
২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-২ এর এক প্রজ্ঞাপনে বিপিএম পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর আগে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম লাভ করেন। এ নিয়ে তিনি দুটি পদক লাভ করলেন। পদক পাওয়ায় মঙ্গলবার
দুপুরে তাঁকে শুভেচ্ছা জানান জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।বিপিএম পদক পাওয়ায় রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, আমি পুলিশ পদক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। পদক পাওয়ার ফলে জনগনের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। কাজে আরো বেশি উৎসাহিত হবো। জনগনকে আরো অধিক সেবা দিতে পারবো বলে আশা করছি। সুষ্ঠ পুলিশিংয়ে জনগনের কাছাকাছি নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করছি।
খবর ২৪ ঘণ্টা/আর