খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বেলা ২টায় সমাবেশ শুরু হবে জানিয়েছেন দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিজভী।
এর আগে দুপুরে ডিএমপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দেয় পুলিশ।
রিজভী বলেন, আজ বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে অনেক কথা হয়। আমরা ১ সেপ্টেম্বর জনসভা করার জন্য দুই জায়গা অনুমতি চেয়েছিলাম। কিন্ত পুলিশ কমিশনার আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য মৌখিক অনুমতি দিয়েছে।
তিনি বলেন, বেলা ২টায় জনসভা শুরু হবে। জনভার জন্য এখনো কোনো শর্ত দেয়া হয়নি।
জনসভার অনুমতি সরকারের নমনীয় আচরণ কিনা এমন প্রশ্নে রিজভী বলেন, নমনীয় আচরণ কিনা জানি না। এখনো বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
এছাড়াও ওই দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সকাল ১০টায় নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে জানান তিনি।
জেএন