নিজস্ব প্রতিবেদক :
বিনা পরোয়ানায় ধানের শীষের নেতাকর্মীদের পুলিশ কর্তৃক আটক করায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. তোফাজ্জল হোসেন তপু রাসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গণ-গ্রেফতার করে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করার অভিযোগ করা হয়েছে আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে। রোববার নগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযোগের বিষয়টি জানানো হয়।
অভিযোগে জানানো হয়, ২১ জুলাই রাত আনুমানিক ১১টায় ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু, রাত আনুমানিক ১২টার সময় ১৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, আনুমানিক রাত ৮টার সময় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামিল উদ্দিনকে বিনা ওয়ারেন্টে আটক করে। যা হাইকোর্টের নির্দেশনার পরিপন্থি।
একই তারিখ দিবাগত রাতে মিথ্যা মামলায় বিনা ওয়ারেন্টে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিউর রহমান মন্টুকে নিজ বাসা থেকে সাদা পোষাকধারী পুলিশ আটক করে।
নির্বাচন চলাকালীন সময়ে বিনা ওয়ারেন্টে কোন নেতাকর্মীদেরকে গ্রেফতার করার নির্দেশনা না থাকলেও প্রতিনিয়ত হাইকোর্টের নির্দেশনা ভঙ্গ করে গণ-গ্রেফতার অব্যাহত রয়েছে ।একই রাতে ১১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী মুক্তার বাসায় বিনা কারণে কোন প্রকার মামলা ও ওয়ারেন্ট না থাকলেও তল্লাসী চালানো হয়। অভিযোগে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য দাবি জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।