খবর২৪ঘণ্টা ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলার মোলাম বাজারের কাছে একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী স্বপ্না (৩২) ও তার মেয়ে শিমু (৪)।
আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে স্বপ্না উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় বাঁশের আঁড়ার সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মাকে নড়াচড়া করতে দেখে শিশু কন্যা এগিয়ে গিয়ে স্বপ্নাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন সরকার তাদের মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।