বিদেশে থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজীর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না।
রোববার (২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে। একদিন না একদিন, বেনজীরকে বিচারের মুখোমুখী হতে হবে।
তিনি বলেন, বেনজীর আহমেদের বিষয়টা দুদক তদন্ত করছে। মামলা বা গ্রেপ্তার সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেনো ব্যবস্থা নেবে না বলেও জানান তিনি।
কাদের বলেন, ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু সরকার দুর্নীতিবাজকে কীভাবে দেখছে সেটাই মূল বিষয়। শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেয় না।
তিনি আরও বলেন, চোরের রাজা-মহারাজা বিএনপি। ২০০১ সালে তারেক রহমানের দুর্নীতি এবং অর্থপাচার প্রতিষ্ঠানিক রূপ পেয়েছিল। এ ছাড়া বলেন, টাকা পাচারের অভিযোগে চিহ্নিত দণ্ডপ্রাপ্ত অপরাধী যে দলে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না।
বিএ…