1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষার গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ভাগিনা তুষার গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

রাজধানীর ভাটারা থেকে খিলগাঁও ও রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষারকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদক জব্দ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) বিকালে র‍্যাব-৩ এর কর্মকর্তা ফ্লাইট লে. ফাতিন সাদাব অরণ্য এই তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মহানগরীর ভাটারা এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল বেলা সাড়ে ১২টার দিকে ভাটারা থেকে মোহাম্মদ ইব্রাহিম খান তুষারকে (৩১)গ্রেফতার করে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি এবং ১৮৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তুষার জানায়, খিলগাঁও, রামপুরা এবং ভাটারা এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করার কাজে সে এসব অস্ত্র ব্যবহার করে আসছিল।
তার বিরুদ্ধে খিলগাঁও-রামপুরা থানায় ৪টি হত্যা মামলা, ৪টি অস্ত্র ও মাদক মামলা, ১টি দস্যুতা মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
জব্দ করা অস্ত্র ও মাদক অস্ত্র উদ্ধারের ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST