1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লিউক ডেম্যান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ‌‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশথ ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ওই বৃদ্ধের নাম মো. কালু (৬০)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

ট্যুরিস্ট পুলিশ জানায়, অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট চার দিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। এতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডেম্যান্টের ফেসবুকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার। ভিডিওটি তিনি ফেসবুকে আপলোড করলে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে তার ভিডিওটি ৯ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়। বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়। পরে তেজগাঁও থানা পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় রোববার (২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় ১০০ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST