খবর২৪ঘণ্টা ডেস্ক: চাপের মুখে জনপ্রিয় কমেডি শো থেকে সরিয়ে দেওয়া হল নভজ্যোত সিং সিধুকে৷ সোনি টিভিতে সম্প্রচারিত দ্য কপিল শর্মা শোয়ের হোস্ট ছিলেন সিধু৷ পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁকে শো থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি উঠেছিল৷ সেই মতো শনিবার চ্যানেল কতৃর্পক্ষের তরফে সিধুকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়৷
পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা দেশে উঠেছে পাকিস্তান বিরোধী স্লোগান৷ সেই সময় উল্টো সুর শোনা গিয়েছিল প্রাক্তন ক্রিকেটার ও পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ হামলার নিন্দা করেও পাকিস্তানের পাশে দাঁড়ান তিনি৷ জানান, কয়েকজনের জন্য গোটা দেশকে দায়ী করা ঠিক নয়৷
সিধুর এই মন্তব্য ভালোভাবে নেয়নি অনেকে৷ সোশ্যাল মিডিয়ায় সিধুর মন্তব্যের সমালোচনার ঝড় ওঠে৷ সেখানেই তোপ দেগে সিধুকে ওই শো থেকে বাদ দিয়ে দেওয়ার দাবি জানান৷ ট্যুইটারে বয়কট সিধু নামে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় আন্দোলন৷ দাবি না মানা হলে অনেকে চ্যানেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন৷
এই দাবির কাছে পিছু হটে সোনি চ্যানেল৷ তারা কোনও বিতর্কে জড়াতে চায়নি৷ তাই চ্যানেল কর্তৃপক্ষ সিধুকে শো থেকে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দেয়৷ পঞ্জাব মন্ত্রীর জায়গায় দেখা যাবে অর্চনাপূরণ সিংকে৷ তিনি শোয়ের শ্যুটিংও শুরু করে দিয়েছেন৷ এদিকে গোটা ঘটনায় দায় সিধু সংবাদমাধ্যমের উপর চাপিয়েছেন৷ অভিযোগ, তাঁর মন্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে৷ তবে এত বিতর্কের পরেও আগের মন্তব্য থেকে সরে আসেননি সিধু৷ জানান, বন্ধুত্বের আগে দেশ৷ গতকালের মন্তব্য থেকে সরছি না৷ কিছু কাপুরুষের জন্য গোটা দেশকে বদনাম করা ঠিক নয়৷
খবর২৪ঘণ্টা, জেএন