সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোববার (৭ মার্চ) কলকাতার ব্রিগেডে বিজেপির সভায় আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন অভিনেতা।
বেশ কয়েকমাস ধরে জল্পনা চলছিল মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেন কিনা। এবার সেই জল্পনার অবসান হলো। নরেন্দ্র মোদির ব্রিগেড সভামঞ্চে বিজেপিতে যোগ দিলেন তিনি।
শনিবারেই মুম্বাই থেকে কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। ছিলেন বেলগাছিয়ার একটি হোটেলে। রাতেই বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় মিঠুনের সঙ্গে দেখা করেন। তখনই এ মহাতারকার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিশ্চিত হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, রোববার বেলগাছিয়া থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী। সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে ধুতি-পাঞ্জাবি পরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মিঠুন চক্রবর্তীর গাড়ি ঘিরে বিজেপির কর্মীদের উন্মাদনা তুঙ্গে। ব্রিগেডে পৌঁছে একেবারে মঞ্চে উঠেছেন তিনি। আজ ব্রিগেডের মঞ্চে উঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।
জেএন