1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিজেপিতে উচ্ছ্বাস, শপথের প্রস্তুতি মোদির - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

বিজেপিতে উচ্ছ্বাস, শপথের প্রস্তুতি মোদির

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বুথ ফেরত জরিপ দেখে উচ্ছ্বাসে ভাসছে বিজেপি। শপথের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অধিকাংশ বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার ইঙ্গিত পাওয়া গেছে। আর এই পূর্বাভাসকেই সঠিক মনে করছে দলটি।

২৩ মে ভোটের ফল প্রকাশ হওয়ার কথা। তার আগে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানান অমিত শাহ। এখানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, শিরমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল ও সুখবীর বাদল, এলজেপি থেকে রামবিলাস ও তার ছেলে চিরাগ পাসোয়ান।

এনডিটিভি বলছে, নৈশভোজের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশাল ফুলের মালা পরানো হয়। পরে শপথ বিষয়ক আলোচনা হয়। তিনি ভাষণও দেন।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, কমপক্ষে আটটি বুথ ফেরত জরিপে এগিয়ে এনডিএ। সেখানে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও অন্যরা শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদির আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারছে না।

একটি মাত্র জরিপ ছাড়া সবকটিতেই এনডিএ জোটকে রাখা হয়েছে ২৭৭ আসনের উপরে, যেখানে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২ আসন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST